জয়পুরহাট ,নওগাঁ চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাথে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম, জয়পুরহাট জেলা,নওগাঁ জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতৃবৃন্দের সাথে যৌথ সভায় জয়পুরহাট জেলার ৮ টি, নওগাঁ জেলার ৬ টি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ২ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বেচ্ছাসেবক দল জয়পুরহাট জেলার আহবায়ক মো: আলমগীর হোসেন,সদস্য সচিব এসএম শামস্ মতিন,যুগ্ম আহবায়ক মো: জহুরুল ইসলাম এবং নওগাঁ জেলার সভাপতি শামীম আহমেদ, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো: মিজানুর রহমান মিজু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জামিউল হক সোহেল নিজ নিজ জেলার ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন।

জয়পুরহাট জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.জয়পুরহাট সদর উপজেলা : আহবায়ক : মো: শামসু জ্জোহা বকুল, সদস্য সচিব : মো: ফিরোজ হোসেন মাষ্টার। যুগ্ম আহবায়ক-১. আবু রায়হান মন্ডল ২. মো: আব্দুল হাই ৩. মো: আমিনুর রহমান রাসেল মেম্বার ৪. মো: আনোয়ার হোসেন ৫. মইনুল হোসেন রাহেল ৬. মো: আশরাফুল ৭. মো: রুহুল আমিন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.জয়পুরহাট সদর পৌর : আহবায়ক : ফিরোজ আহমেদ, সদস্য সচিব : মো: কামরুজ্জামান প্রিন্স। যুগ্ম আহবায়ক-১. মাহবুব আলম রিপন ২. সামিউল ইসলাম বাবু ৩. শফিকুল ইসলাম শফি ৪. মো: রুস্তম আলী (সাহেব পাড়া) ৫. হারুনুর রশিদ ৬. জাহাঙ্গীর আলম (কাজী) ৭. মাশরুক হোসেন ৮. আলমগীর হোসেন ৯. শফি মাহমুদ মুন্না সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.আক্কেলপুর উপজেলা : আহবায়ক : সামিউল হাসান ইমন, সদস্য সচিব : মো: মামুনুর রহমান (মামুন)। যুগ্ম আহবায়ক-১. মো: জহুরুল ইসলাম (রাজু মাস্টার) ২. আলহাজ¦ হোসাইন কবির রিকু ৩. সোহেল রানা মায়া ৪. মাহমুদুল হাসান মুন্না ৫. মো: হুমায়ন কবির ইমাম ৬. মো: শাহীন হোসেন ৭. মো: বকুল হোসেন মন্ডল ৮. মো: রেজাউল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.আক্কেলপুর পৌর : আহবায়ক : মো: সাহাবুর রহমান সাগর, সদস্য সচিব : মো: মিজানুর রহমান সবুজ। যুগ্ম আহবায়ক-১. মো: মোরশেদ আলম সৈকত ২. সৈয়দ শাহ্ নেওয়াজ আল সাকিব ৩. মিলন চৌধুরী ৪. শাহরিয়া হোসেন ৫. মো: জাকির হোসেন ৬. মো: স্বপন প্রামানিক ৭. সুজন কুমার সরকার ৮. মো: ওমর ফারুক ৯. মো: মিরাজ হোসেন রিগেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫.কালাই উপজেলা : আহবায়ক : এসএম কামরুজ্জামান (তোতা), সদস্য সচিব : মো: আনজুম আলী স্বপন। যুগ্ম আহবায়ক-১. মো: কামাল পাশা চৌধুরী ২. মো: রেজেয়ান হোসেন শাহীন ৩. মো: এমদাদুল হক ৪. মো: মফিদুল ইসলাম ৫. মো: আবু নাঈম ৬. মো: আমিনুল ইসলাম সবুজ ৭. মো: তানভীর আমম্মেদ চৌধুরী ৮. মো: নূর নবী ১০. মো: রাশেদ মিলন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬.কালাই পৌর : আহবায়ক : মো: হেলাল মন্ডল, সদস্য সচিব : মো: আয়নাল হক। যুগ্ম আহবায়ক-১. মো: কাজী মোস্তাক ২. মো: নজরুল ইসলাম ৩. মো: ওমর আলী ৪. মো: মিজানুর রহমান ৫. মো: জহুরুল ইসলাম ৬. মো: এনামুল হক সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি

৭.ক্ষেতলাল পৌর : আহবায়ক : আব্দুল নুর তুষার, সদস্য সচিব : মো: আতিকুর রহমান তালুকদার (রানা) । যুগ্ম আহবায়ক-১. মো: মামুনুর হাসান সুমন ২. মো: কাওছার আলম ৩. মো: তোতা চৌধুরী ৪. মো: ফারুক হোসেন ৫. মো: আশরাফুল আলম চৌধুরী পরাগ ৬. মো: এমরান হোসেন ৭. মো: সাইফুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৮.পাঁচবিবি পৌর : আহবায়ক : মো: হুমায়ন কবির, সদস্য সচিব : মো: রানা হোসেন রাব্বি। যুগ্ম আহবায়ক-১. মো: মুঞ্জুর রাকিব ২. মো: মারুফ হোসেন রুমেল ৩. মো: আলিফ আল মাহমুদ ৪. মো: সানোয়ার ৫. মো: রাহাতুতদৌলা সৈকত ৬. মো: মাহাবুব ৭. মো: আকরাম (মামা) ৮.মো: আনিসুর রহমান ৯. মোস্তাফিকুর রহমান মনি সহ ২৬ সদস্য বিশিষ্ট কমিটি।

নওগাঁ জেলার অনুমোদিত ইউনিট কমিটি :

১.নিয়ামতপুর উপজেলা : আহবায়ক : মো: শহিদুল ইসলাম, সদস্য সচিব : মো: শহিদুল ইসলাম সাথী । যুগ্ম আহবায়ক-১. মো: আব্দুল বারী ২. মো: নবিজুল ইসলাম ৩. মো: গোলাম মোর্শেদ ৪. মো: সাইফুল ইসলাম ৫. মো: কায়ুম হোসেন ৬. মো: মাহফুজ্জামান ৭. মো: এমরান হোসেন দোলন ৮. মো: গোলাম রব্বানী ৯. মো: আরিফুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.আত্রাই উপজেলা : আহবায়ক : মো: আজাদ আলী, সদস্য সচিব : শেখ মো: মনোয়ার হোসেন লোটাস । যুগ্ম আহবায়ক-১. মো: এ এইচ এম আসাদুর তুষার ২. মো: আলমগীর হোসেন ৩. মো: ওহাব আলী ৪. মো: জিয়াউর রহমান ৫. মো: হাসিফুল ইসলাম ৬. মো: স.ম সাজ্জাদ হোসেন তোতা ৭. মো: দৌলত হোসেন ৮. মো: শামীম শেখ ৯. মো: হাফিজ ফৌজদার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.মান্দা উপজেলা : আহবায়ক : মো: শামসুল ইসলাম বাদল , সদস্য সচিব : প্রভাষক এমদাদুল হক। যুগ্ম আহবায়ক-১. মো: শাহারুল ইসলাম ২. মো: নুরুল ইসলাম ৩. মো: মাহাফুজুর রহমান এন্টু ৪. মো: তালহা জোবায়ের ৫. মো: শামিম হোসাইন ৬. মো: মোশারফ হোসেন ৭. মো: আব্দুল্লাহ হেল কাফি ৮. মো: আব্দুল কাদের ৯. মো: আল-আমিন ইসলাম ফেন্সি সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.বদলগাজী উপজেলা : আহবায়ক : মো: আওরঙ্গজেব চৌধুরী মানিক, সদস্য সচিব : মো: শিবলী নোমান চৌধুরী । যুগ্ম আহবায়ক-১. মো: আখেরে রবিউল আওয়াল ২. মো: ফরিদ হোসেন ৩. মো: শাহ আলমগীর সাগর ৪. মো: মোস্তাকুর রহমান নিয়ন ৫. মো: শাহীন হোসেন ৬. মো: মনির হোসেন ৭. মো: আতিকুল ইসলাম ইথেন ৮.এস এম আতিকুজ্জামান রাজু ৯. মো: ফরিদ ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫.পতœীতলা উপজেলা : আহবায়ক : মাজেদুর রহমান বাবু, সদস্য সচিব : মো: শামীম রেজা (শামীম) । যুগ্ম আহবায়ক-১. মো: সোহেল রানা ২. মো: দারুদ সালাম খান ৩. মো: সাজ্জাদ হোসাইন সাদ্দাম ৪. মো: মনিরুজ্জামান মুমিন ৫. মো: আব্দুল বাতেন ৬. নূর ইসলাম খোকন ৭. আশরাফুল ইসলাম বাবু ৮. আনোয়ার হোসেন (মেম্বার) ৯. সুলমান মাহমুদ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬. নজিপুর পৌর : আহবায়ক : মো: শাফেল মাহমুদ, সদস্য সচিব : মো: মিজানুর রহমান । যুগ্ম আহবায়ক-১. মো: বাছেদ আলী ২. আবু সাঈদ রেজা ৩. আবু সাঈদ শান্ত ৪. মাহবুবুল আলম ৫. দেওয়ান হানিফুর রহমান ৬. রায়হানুল কবিল ৭. আনোয়ার হোসেন ৮.এনামুল হক চঞ্চল ৯. সাইদুর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি :

১.গোমস্তাপুর উপজেলা : আহবায়ক : মেহেদী হাসান রিপন, সদস্য সচিব : মো: আরিফুল ইসলাম (আরিফ)। যুগ্ম আহবায়ক-১. মো: আনিসুর রহমান লাল্টু ২. মো: শুভ ৩. মো: রফিকুল ইসলাম ৪. মো: আব্দুর রাকিব ৫. মো: জিয়াউল ইসলাম ৬. মো: মোমতাজ আলী ৭. মো: হেলাল উদ্দিন ৮. মো: মাহবুর রহমান ৯. মো: আব্দুল হাদি নয়ন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.রহনপুর পৌর : আহবায়ক : সৈয়দ ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব : মো: শামীম। যুগ্ম আহবায়ক-১. মো: রতন আলী ২. মো: আলাল ৩. মো: হানিফ ৪. মো: ইসমাইল হোসেন (সজীব) ৫. মো: ডিকেন ৬. মো: সাইফুদ্দিন ৭. মো: ওবায়দুল ইসলাম ৮. মো: আব্দুর রহিম ৯. মো: শুভ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।