ঝালমুড়ি বিক্রেতা সেজে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই : গ্রেফতার ৫

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে ঝাঁলমুড়ির সাথে ঘুমের ওষধ খাইয়ে পুকুরে ফেলে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করেছে দুবৃত্তরা। পুলিশ ওই ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ।

গ্রেফতারকৃতরা হলো- লক্ষীপুরের মুরাদনগর থানার গুচ্ছ গ্রামের খোরশেদ আলমের ছলে আলমগীর (৩০), পাবনা জেলার আতাইকোলা থানার বাউল খোলা ঘোনাপাড়া প্রামের নূরুলের ছেলে শামসুল (৩২), বরিশালের উজিরপুর থানার বরতা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ হাফিজুর রহমান ওরফে টুকু ওরফে হাফিজ (৩৬), একই এলকার গাববাড়ি সরদার বাড়ির আব্দুল হাকিম সরদারের ছেলে আল মামুন সদার ওরফে আল আমিন (৩৫) ও নেত্রকোনার কেন্দুয়া থানার পালোরা গ্রামের মৃত আব্দুল রশিদেও ছেলে রফিকুল ইসলাম (৩৪)।

তিনি আরো জানান, আল আমিন গত ৯ ফেব্রুয়ারি রাতে ঝালমুড়ি বিক্রেতা সেজে গাজীপুর মহানগরের সালনা ব্রিজের কাছে অবস্থান করে। অটোরিকশা চালক হুমায়ূন তার কাছ থেকে ঝালমুড়ি কিনতে গেলে কৌশলে আল আমিন মুড়িতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এসময় ছিনতাইকারী চক্রের অপর সদস্য শামসুল ও টুকু যাত্রী হিসেবে অটোরিকশা ভাড়া নিয়ে মহানগরের কোনাবাড়ি এলাকায় পৌঁছান। সেখান চালক অচেতন হয়ে গেলে ছিনতাইকারীরা অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এক পর্যায়ে রাতে অটো রিক্সা চালক হুমায়ুনকে মহানগরের লোহাকৈর মাজারের পুকুরে ফেলে পালিয়ে যায় তারা। ঘটনার তিন দিন পর ১২ ফেব্রুয়ারি পুলিশ পুকুরে লাশ ভেসে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অটো চালকের লাশ উদ্ধার করে। পুলিশের ওই কর্মকর্তা জানান, গ্রেফতাকৃতরা একাধিক মামলার আসামি। তারা ছিনতাই কাজে কখনো ঝালমুড়ি বিক্রেতা কখনো চা বিক্রেতা সেজে অভিনব কায়দায় ছিনতাই করে আসছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ কমিশনার রেজওয়ান আহমেদ, সহকারি কমিশনার মোঃ বেলাল হোসেন, রিপন চন্দ্র সরকার, কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা প্রমুখ উপস্থিত ছিলেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১৬/০২/২০২২ইং