টঙ্গীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট: জানুয়ারি ১১, ২০২২
0
ক্যাপশনঃ গাজীপুর ঃ টঙ্গীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত স্কুল ছাত্রী রহিমা। ###

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের টঙ্গীতে কোচিংয়ে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী সোমবার নিহত হয়েছে। নিহতের নাম- রহিমা আক্তার (১২)। সে বরিশালের হিজলা থানার চরদিবুয়া এলাকার আবুল কালামের মেয়ে।

জিএমপি’র টঙ্গী পূর্ব থানার এসআই রাজীব হোসেন জানান, গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদ নগরের বেড়িবাঁধ এলাকার ৩নং ব্লকের বাসায় স্বপরিবারে থাকেন আবুল কালাম। তার মেয়ে রহিমা আক্তার (১২) স্থানীয় এরশাদনগর টিডিএইচ স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সোমবার বিকেলে রহিমা কোচিংয়ে লেখাপড়া করতে একই ব্লকের মমিন মিয়ার বাসায় যায়।

সেখানে সে বাসার ছাদে উঠে। এসময় অসাবধানতার কারণে ছাদের উপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পৃষ্ট হয় রহিমা। এতে তার শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।