টাকাই কাল হলো ঢাবি’র সাবেক শিক্ষক অধ্যাপক সাইদার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আনারুল

আপডেট: জানুয়ারি ১৯, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ টাকাই কাল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সাইদা গাফ্ফারের। সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাঁধা দেওয়ায় তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে নির্মাণ শ্রমিক আনারুল ইসলাম। মঙ্গলবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে অধ্যাপক সাইদা গাফ্ফারকে হত্যার কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছে গ্রেফতারকৃত আনারুল ইসলাম। তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এদিন তাকে আদালতে হাজির করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

জিএমপি’র উপ-কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফার (৭১) হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আনারুল ইসলামকে (২৫) গত শনিবার তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আনারুল। আদালতে জবানবন্দি প্রদানকালে সে অধ্যাপক সাইদা গাফ্ফারকে হত্যার কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দিয়েছে। জবানবন্দি গ্রহন শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সাইদা গাফ্ফার গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পাইনশাইল এলাকাস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পের ভেতরে নিজ প্লটে বাড়ি নির্মাণ কাজ তদারকি করতেন। ওই প্লটের ৪টি গাছ কাটার জন্য দায়িত্ব দেন তার নির্মানাধীন বাড়ির রাজমিস্ত্রির হেলপার আনারুল ইসলামকে। গাছ কাটার কাজ শেষে ১১ জানুয়ারি সন্ধ্যায় পার্শ্ববর্তী নিজের ভাড়া বাসায় ফিরছিলেন ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফ্ফার। এসময় তার সঙ্গে ছিল আনারুল। নির্জন পথে কিছুদুর যাওয়ার পর অধ্যাপক সাইদার গলায় ঝুলানো পার্টস (ব্যাগ) থেকে মুজুরী বাবদ ৩শ’ টাকা দেন আনারুলকে। এসময় ওই পার্টসে আরো টাকা দেখতে পায় সে।

তিনি জানান, ব্যাগে থাকা টাকার লোভ সামলাতে না পেরে আনারুল অধ্যাপক সাইদা গাফ্ফারের কাছ থেকে হঠাৎ ব্যাগটি টেনে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ব্যাগটি গলায় আটকে গেলে তার প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়। এসময় অধ্যাপক সাইদা চিৎকার শুরু করলে তার মুখ চেপে ধরে আনারুল। উপায়ান্তর না পেয়ে নিজেকে ছাড়ানোর জন্য আনারুলের ডান হাতে কামড় দেন সাইদা গাফ্ফার। এতে আনারুলের হাত জখম হয়। পরে অধ্যাপক সাইদাকে মাটিতে ফেলে নাক-মুখ ও গলা চেপে ধরে। একপর্যায়ে অধ্যাপক সাইদার গায়ে থাকা চাদর দিয়ে তাঁর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে বেশ কিছুক্ষণ ধরে রাখে। তার দেহ নিস্তেজ হলে নিহতের পা ধরে টেনে পার্শ্ববর্তী ঝোপের ভিতর নিয়ে ফেলে রাখে। পরে তার ব্যাগ থাকা ১০ হাজার টাকা ও দুইটি মোবাইলসহ ভাড়া বাসার চাবি নিয়ে নেয়। এসময় নিহতের পায়ের স্যান্ডেল ও ব্যাগ ঝোপের ভিতর ফেলে দেয় এবং একটি এন্ড্রয়েড মোবাইল সেট মাটিতে পুঁতে রাখে। অপর বাটন মোবাইল ও চাবি নিয়ে নিহতের ভাড়া বাসায় যায় আনারুল। ওই বাসায় ঢুকে আরো টাকা ও স্বর্ণালংকার লুট করার জন্য সে আলমারি খুলে তছনছ করে। সেখানে কিছু না পেয়ে আলমারি ও বাসার দরজা খোলা রেখে রাতেই গাইবান্ধা এলাকার শ্বশুর বাড়িতে পালিয়ে যায় সে। পরদিন সেখান থেকে নিজ বাড়িতে গিয়ে আত্মগোপন করে। হত্যার এ ঘটনা সে একাই ঘটিয়েছে বলে স্বীকারোক্তিতে জানিয়েছে গ্রেফতারকৃত আনারুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার তিনদিন পর ওই ঝোপ থেকে নিহতের লাশ এবং স্যান্ডেল, ব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের কাছ থেকে ২ হাজার ৬৫০ টাকা উদ্ধার করে পুলিশ। ছিনিয়ে নেয়া বাকি টাকা সে খরচ করে ফেলেছে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে স্বল্প সময়ের মধ্যে অধ্যাপক সাইদা গাফ্ফার খুনের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।

এর আগে মঙ্গলবার অধ্যাপক সাইদা গাফ্ফারকে হত্যার ঘটনায় মামলার একমাত্র আসামী গ্রেফতারকৃত আনারুল ইসলামকে (২৫) আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা জিএমপি’র কাশিমপুর থানার এসআই দীপংকর রায়। গ্রেফতারকৃত আনারুল গাইবান্ধার সাদুল্লাহপুর থানার বুজুর্গ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে।

প্রসঙ্গতঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সাইদা গাফ্ফার গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পাইনশাইল এলাকার মোশাররফ হোসেন মৃধার বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ওই বাড়িতে থেকে তিনি স্থানীয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পের ভেতরে নিজ প্লটে বাড়ি নির্মাণ কাজ তদারকি করতেন। গত ১১ জানুয়ারি রাতে ওই এলাকা হতে নিখোঁজ হন তিনি। তাঁর সন্ধান না পেয়ে মেয়ে সাহিদা আফরিন ১২ জানুয়ারি কাশিমপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন। পরবর্তীতে তাঁর ছেলে সাউদ ইফখার বিন জহির একটি মামলা দায়ের করেন।