টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

আপডেট: মার্চ ১২, ২০২২
0

টাঙ্গাইল সংবাদদাতা:আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী সরকারি কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করা হয়েছে।

১২ মার্চ শনিবার সকালে প্রতিষ্ঠানের কিরণবালা মুক্তমঞ্চে এ অনুষ্ঠান পালন করা হয়। কুমুদিনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. আব্দুল্যাহ্ তালুকদার, অনুষ্ঠানটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক সাইফুর রহমান। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।