টিকা নিয়ে আর বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে না দেশ : সেব্রিনা ফ্লোরা

আপডেট: জুলাই ১৪, ২০২১
0

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, টিকা নিয়ে বাংলাদেশকে আর বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না।

তিনি বলেন, টিকা পাওয়ার ব্যাপারে আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল তা মোটামুটি ওভারকাম করে উঠেছি। ইতোমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা এসে গেছে। আমরা আশা করছি এ সপ্তাহে ও পরে পর্যায়ক্রমে আরো টিকা আসবে। আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেতে শুরু করেছি।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে গণটিকা কর্মসূচি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।