“টেকসই উন্নয়নে পরিবেশ রক্ষার গুরুত্ব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪
0

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে আগামী ১৬ জানুয়ারি, ২০২৪ মঙ্গলবার হতে সিলেটের রাতারগুলে তিন দিন ব্যাপি “টেকসই উন্নয়নে পরিবেশ রক্ষার গুরুত্ব” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। এই কর্মশালার উদ্বোধনী অনু্ষ্ঠান আগামী ১৬ তারিখ দুপুর সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের রাতারগুল গ্রাম সংলগ্ন (মাঝের ঘাটের রাস্তা) মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং অনু্ষ্ঠানটি উদ্বোধন করবেন সিলেট জেলার মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের মাননীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সিলেট জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান, সিলেটের মাননীয় বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সিলেট রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব সিদ্ধার্থ ভৌমিক, সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসাবে প্লাস্টিক বর্জ্য জমা করার বিশেষ ব্যবস্থার উদ্বোধন, রাতারগুল বিষয়ক সংবাদচিত্র প্রদর্শনী, “টেকসই উন্নয়নে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব” বিষয়ক একটি আলোচনা সভা ও কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উদ্বোধনী অনুষ্ঠানে আগামী ১৬ তারিখ বিকাল ৩.৩০ থেকে ৫.০০ পর্যন্ত আপনার সংবাদমাধ্যমের একজন রিপোর্টার ও আলোকচিত্রী/ক্যামেরাম্যান আমন্ত্রিত।