ডাকাতিয়া” কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ক্রীড়া উৎসব ২০২২ অনুষ্ঠিত

আপডেট: মার্চ ২৫, ২০২২
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাঁদপুরস্থ শিক্ষার্থীদের সংগঠন “ডাকাতিয়া” কর্তৃক আয়োজিত মাদক বিরোধী ক্রীড়া উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে ।ক্রীড়া উৎসবে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

২৪ শে মার্চ সকাল ১০টা বিশ্ববিদ্যালয়ের মল চতর খেলার মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ ক্রিড়া উৎসবে ছেলেদের জন্য ক্রিকেট ও মোরগ লড়াই এবং মেয়েদের জন্য চেয়ার খেলা, পিলো পাসিং,হাড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়।

ক্রিকেটে খেলা চাঁদপুরের ৮টি উপজেলা ঢাবি শিক্ষার্থীদের দল অংশ গ্রহণ করলে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে শাহরাস্তি চ্যালেঞ্জার্স এবং রানার্সআপ ফরিদগঞ্জ ফাইটার্স ।

ডাকাতিয়া সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের সঞ্চালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠান রাত ১১টায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী,বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাওয়ার সেল মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মাদ হোসাইন সহ আরোও অতিথি ছিলেন পুলিশের এডিশনাল এসপি রাহুল পাটওয়ারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্মকর্তা মেজবাহ উদ্দিন,ডাকাতিয়া প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ভুইয়া ফয়েজ উল্ল্যাহ মানিক,ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম ও জহির রায়হান সরকার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাকাতিয়া সভাপতি মাহাবুব আলম ও ডাকাতিয়া প্রাক্তন সভাপতি বাদশা শাওন, আনফাল সরকার পমন, রাসেল শ্রাবণ, প্রাক্তন সাধারণ সম্পাদক সিদ্দিকী মহসিন পাটওয়ারী, হাসান জাহাঙ্গীর সুজন, আব্দুল কাদের শিমুল সহ প্রমুখ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমরান মাহমুদ, চাঁদপুর প্রতিনিধি।