ডিএমপিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

আপডেট: জুলাই ১০, ২০২৩
0

আগামী ১২ জুলাই (বুধবার) ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। এজন্য অনুমতি চেয়ে রোববার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে দলটি। কিন্তু এখন পর্যন্ত ডিএমপি থেকে এ বিষয়ে কোনো জবাব পায়নি তারা। তাই সমাবেশের অনুমতি নিয়ে কথা বলতে সরাসরি পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করতে যাবে আজ সোমবার ডিএমপি কার্যালয়ে যাবে দলটির একটি প্রতিনিধি দল।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগর বিএনপির সূত্র বলছে, সমাবেশে বড় ধরনের শো-ডাউন করতে ইতোমধ্যে কয়েকবার প্রস্তুতির সভা করা হয়েছে। সমাবেশে সফল করতে যৌথ সভা করা হচ্ছে। সভা থেকে ঢাকা জেলা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে, সমাবেশে বড় ধরনের লোক সমাগম আনতে। একই নির্দেশনা রাজধানীর থানা এবং ওয়ার্ডের নেতাদেরও দেয়া হচ্ছে।

এ দিকে গতকাল রোববার সন্ধ্যায় নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১২ জুলাই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন দলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সমাবেশ সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।