ডুমুরিয়ায় ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আ্যথলেটিক্স গ্রামীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৩
0

খুলনা ব্যুরো॥
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডুমুরিয়া উপজেলার ২৮টি মাধ্যমিক ও মাদরাসার অনূর্ধ্ব ১৬ বছর বয়সীদের আ্যথলেটিক্স গ্রামীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) আন্দুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বখতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার সহকারী সুপানিটেনডেন্ট ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাচ্চু আহম্মেদ, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহ- প্রধান শিক্ষক প্রতাপ কুমার মন্ডল
আসমাউল হোসনা সোমা, জি এম মোশাররফ হোসেন, এস এম মনিরুজ্জামান, শেখ সাইদুল হক মিন্টু, সামরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, আঃ জলিল, জি এম মজনু, প্রসেঞ্জিৎ সরকার, মাওঃ আব্দুর রাজ্জাক, সুলতানা রাজিয়া প্রমুখ। শেষে বিজয়ী শিক্ষার্থীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী