ডুমুরিয়ায় এসএসসি ১৯৯৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২১
0

খুলনা ব্যুরোঃ
আয় আয় বন্ধুরা ফিরে আয়- শৈশব কৈশোরের ঠিকানায়/ আর একটা দিন কাটুক না হয় সব ভুলে/ আয় আয় বন্ধুরা ফিরে আয় -সবুজ মাঠের সোনালী ছায়ায়/ হাসবো মোরা প্রাণ খুলে সবাই মিলে।

এই শ্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ার উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পাকুড়িয়া গ্রামে ইউএস বাংলা এগ্রো ফার্ম মিলনায়তনে দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠান প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ প্রীতি ভোজ। মিলন মেলার প্রধান উদ্যোক্তা ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী ইউএস বাংলা এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আমেরিকা প্রবাসি গৌতম কুন্ডু।
এসএসসি ৯৭ ব্যাচের আহ্বায়ক এস এম অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক আলোচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কিরণ চন্দ্র বৈরাগী, তরুণ কান্তি বৈরাগী, সহকারী শিক্ষক শাহিদুল ইসলাম, ইউএস বাংলা এগ্রো ফার্মের পক্ষে উত্তম কুন্ডু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন; ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এস এম রাজু আহমেদ, ডুমুরিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন আকুঞ্জী, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি গৌতম রাহা। এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন; অনিমেষ সাহা, মুক্তি খাতুন, এ রহমান মোল্যা, সাধনা সাহা, তপতি সাহা, বিপ্লব ঘোষ, তারক চন্দ্র মন্ডল, মনির হোসেন, জিয়াউর রহমান, আতাউর রহমান, জাকির হোসেন, মহেশ সাহা, জাহানারা বেগম, রঞ্জন কুমার মন্ডল, পলাশ রায় প্রমুখ।

–মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী