ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কর্মস্থলে ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়

আপডেট: আগস্ট ১, ২০২১
0
file

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভীড় এবং যাত্রী ও গণপরিবহন শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে চরম উদাসীনতা লক্ষ করা গেছে।

চলমান ‘কঠোরতম’ বিধিনিষেধের মধ্যে শ্রমিকদের কর্মস্থলে আসার সুবিধার্থে বাস ও লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হলে গতরাত থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছোট বড় বাস মিনিবাস সহ সব ধরনের গণপরিবহন চলাচল শুরু হয়।

গণপরিবহন চালু থাকলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভ্যান-রিকশা ও ট্রাকে করে উল্লেখযোগ্য পরিমান যাত্রীদের কর্মস্থলে ফিরতে দেখা গেছে।

অপরদিকে ময়মনসিংহমূখী সড়কে যাত্রীর চাপ একেবারেই ছিলোনা। কর্মস্থলে ফেরা যাত্রী ও গণপরিবহন এর চালক, শ্রমিকদের মধ্যে বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সকাল ৮ টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের কোন পদক্ষেপ দেখা যায়নি।