ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ : ১ম হলেন মাদরাসা শিক্ষার্থী

আপডেট: নভেম্বর ২, ২০২১
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার আজ দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যােয়ের আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফলাফল প্রকাশ করেন। এসময় প্রো-ভিসি (প্রশাসন) আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ মমতাজউদ্দিন আহমেদ, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডীন আবু মো. দেলোয়ার হোসেন, অনলাইন ভর্তি কার্যক্রমের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা DU KHA টাইপ করে ১৬৩২১ নম্বরে মেসেজ পাঠিয়ে ফিরতি মেসেজে তাদের ফলাফল জানতে পারবেন।

এবারের ভর্তি পরীক্ষায় মোট ২৩৭৮ টি আসনের বিপরীতে পাশের হার ১৬.৮৯%। মোট ৪১,৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০১২ জন পরীক্ষার্থী পাশ করেছেন।

সর্বোচ্চ ৮০.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী জাকারিয়া। ৭৫.৫ নম্বর পেয়ে চাঁদপুর গার্লস কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার দ্বিতীয় এবং ৭৪.৭৫ নম্বর পেয়ে নটরডেম কলেজের শিক্ষার্থী খালিদ খান তৃতীয় স্থান অধিকার করেছেন।