তজুমদ্দিনে বজ্রপাতে এজেন্ট ব্যাংকিং পরিচালক নিহত: আহত দুইজন

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২২
0

ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলা তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে আ: রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে।।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর অনুমান ১২টা এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝি বাড়ী’র ওবাদুল কালু’র ছেলে। নিহত রাজ্জাক কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন। এসময় হানিফ(৬৫) ও মোঃ মঞ্জু(৩৮) নামে দুইজন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আ: রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে সুপারি টাক দিতে যায়। এ সময় হঠাৎ ঝর বৃষ্টি শুরু হয়। ওই সময় বজ্রপাতে আ: রাজ্জাক গুরুত্বর আহত হলে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এব্যাপারে তজুমদ্দিন থানার অফিসার ইন-চার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এসময় হানিফ ও মঞ্জু নামের দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।