তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায়ে লংমার্চের ঘোষণা সংগ্রাম পরিষদের

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২১
0
তিস্তা এখন লালমনিরহাট এলাকাবাসীর দু:খের কারন বললেন সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন

তিস্তার পানি ন্যায্য হিস্যা ও বিজ্ঞান সম্মতভাবে মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর ভাঙনরোধ, বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি বাঁচানোসহ ছয় দফা দাবিতে ১৫ নভেম্বর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

শুক্রবার দুপুরে রংপুর মহানগরীর লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় অডিটোরিয়ামে কেন্দ্রীয় প্রতিনিধি সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী।

প্রতিনিধি সম্মেলনে সাধারণ সম্পাদক সাফিউর রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুল ইসলাম কানু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানসহ তিস্তা বিধৌত পাঁচ জেলার তিস্তাপাড়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।