তোমাদের টিনের চালায় আজ ঝুম বৃষ্টি হবে

আপডেট: এপ্রিল ৩, ২০২৩
0

ডা.জাকারিয়া চৌধুরী :

জানি তোমারে দেখি নাই কভু,
কথা নাই যেনো কতো কাল।

তোমার কথা ভাবি নিরলে বিরলে,
সকাল, সাঝ আর সারাটা বিকাল।

আছো কেমন ? অসুখ বাধিয়ে বসোনি তো !
জানো- আজ ঢাকার আকাশ কালো,

মেঘ জমেছে অনেক,
অসময়ের মেঘে বিপদ যদি কেটে যায়,

সেও অনেক ভালো। যা যাবার তা এখনি চলে যাক।
তুমি বরং একটা কথা বল-

আকাশে কখনো কি লক্ষ চিল শকুন দেখেছো কখনো ?

কালো আকাশ ঢেকে গেছে আজ চিলের বন্যায়।

নানান শংকায় আমি বড় বিচলিত,

বলতো এটা কোন কাল ?

মনে হয়, নিয়তির চলছে শনির আকাল,

আহা তোমার সাথে দেখা হলোনা !!

বড় অসময়ে জন্মেছি,

জীবনে ছিল কেবল যুদ্ধ আর সময়ের-

প্রতিশোধ নেবার মোক্ষম কাল।

জানো পাথরেও কটাক্ষ করেছে গতকাল,

মেনে নিয়েছি সব,

আমি তো সব মেনে সব পরাজয়ে দায় নিয়ে-

নিরলেই ছিলাম।

বলবে ভোর কেনো এসেছিল জীবনে ?

ঠিক কি ভেবে পাথরও খিলখিল করে হেসে বলেছে-

ভুলে যাও, পারো যদি পুড়ে এসো আমার মতো করে।

সে কি জানে, কত সহস্র বছর পুড়ে,

তার কাছে গিয়েছিলাম কিছুটা পাথর হতে,

পাথর আমি সত্যি ই হতে চেয়েছিলাম।

ঠিক করে বলো, ভালো আছো তো ?

তোমাদের সাবেক টিনের চালায় আজ,
ঝুম বৃষ্টি হবে। শুনছো ?

কি বলছি শুনছো তো ?

হ্যা, বরাবরের মত সদা নিরব ছিলেন-
নিরব আর নিরবতার প্রভু।


তোপখানা

০২.০৪.২০২৩