ত্বকের কালো দাগ, অসমতা, বিবর্ণতা ঢাকবেন কোন উপায়ে !!

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩
0

শরীরের সমস্ত অংশের এপিডার্মিস একই রঙ বা ধরনের হবে না। ত্বকের বৈচিত্র খুব স্বাভাবিক একটা বিষয়। চলতি কথায় এই দাগ ছোপ, পিগমেন্টেশন, মেচেতা নামেই পরিচিত। আধুনিক রূপটান চর্চায় অনকে সংযোজন হয়েছে। তবু কালো দাগ এবং বিবর্ণতা প্রতিরোধ করা চ্যালেঞ্জিং হতে পারে।

কেন আমাদের ত্বক সব জায়গায় একই রকমের হয় না? চর্মরোগ বিশেষজ্ঞের মতে, ত্বকে পাওয়া মেলানিনের ধরন এবং পরিমাণ দ্বারা পিগমেন্টেশন নির্ধারণ করা হয়। সূর্যের শক্তিশালী এক্সপোজার অঞ্চলে বাস করলে ত্বক আরও কালো , ঝাপসা হতে পারে। ত্বকের রঙ্গক-উৎপাদনকারী কোষ, মেলানোসাইট, সূর্যালোক এবং হরমোনের পরিবর্তনের কারণে প্রভাবিত হয়। যার ফলে ত্বকের বর্ণহীনতা দেখা দিতে পার।

ত্বককে ইউভি রশ্মির প্রভাব ত্বকের মারাত্মক ক্ষতি করে। এই রশ্মি, সুপারঅক্সাইড এবং হাইপারপিগমেন্টেশনের কারণ। এটি মেলানিনের উত্পাদনকে উদ্দীপিত করে। তবে, কড়া সূর্যালোক একমাত্র দায়ী নয় ত্বকের সমস্যার জন্য। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অতিরিক্ত তাপ, হরমোন, ব্রণ, বিশেষ কিছু ওষুধের কারণেও হতে পারে। এক্সফোলিয়েট করুন। ত্বকের বিবর্ণতা দূর করার জন্য এটি একটি দারুন পদ্ধতি।