ত্রাণ নেয়ার সময় ইয়েমেনে পদদলিত হয়ে নিহত ৭৮

আপডেট: এপ্রিল ২০, ২০২৩
0

বুধবার (১৯ এপ্রিল) ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৭৮ জন নিহত এবং ৩’শ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে এক হুতি কর্মকর্তার বরাতে জানা গেছে। টাইমস্ অব ইন্ডিয়া

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার মো. আবদেল খালেক আল-আঘরি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় ছাড়াই ব্যবসায়ীরা এলামেলোভাবে ত্রাণ বিতরণের আয়োজন করার কারনে এই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির আল মাথিরা টিভির খবরে বলা হয়েছে, সানার সিনিয়র এক স্বাস্থ্য কর্মকর্তা মোতাহের আল-মারউনি বলেছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৮, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।