দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

আপডেট: মার্চ ৯, ২০২২
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয়ের একটি হল রুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আজিজ খানের সভাপতিত্বে সহকারী শিক্ষিকা রুমি বেগম খানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আজমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শফিক উদ্দিন আহমেদ,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস হাফিজ উদ্দিন লিটন, সমাজসেবী কবির আহমদ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়তি রানী চন্দ, অনিতা রানী রায়, সাবিত্রী রানী রায়।

বক্তারা বলেন, বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ট অর্জন মহান স্বাধীনতা এ জাতির জাতিসত্তা রক্ষা, আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষাতে এ দেশের আপাময় জনসাধারণ ১৯৭১ সালে অগ্নিঝরা মার্চে মহান মুক্তিযুদ্ধ শুরু করে। ত্রিশ লাখ শহীদের রক্ত, দুলক্ষ নারীর আতœত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা। ১৮ মিনিটের বক্তব্যে বঙ্গবন্ধু হাজার বছরের কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর এ ভাষণ অসংখ্য মুক্তিযোদ্ধাকে প্রাণিত করেছে, দেশের মানুষকে মুক্তির স্বপ্নে উদ্বেলিত করেছে। আজকের প্রজন্মকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে দীক্ষা নিতে হবে। সেদিন বঙ্গবন্ধুর আহবানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার সুবাধে আজ আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত।