`দুজনাই পথ হারিয়েছি ‘

আপডেট: জুলাই ২১, ২০২৩
0

ডা জাকারিয়া চৌধুরী

তুমি কি ভাবো আমায় ?
খুব সুখে আছি ?
আমার দিন আর রজনী যতো,
সুখ দুঃখের ব্যাবধান তার চেয়েও কাছাকাছি ।

তুমি কেমন আছো ?
সুখের সাগরে নিশ্চয়ই ভাসছো।
তোমার কথা ভাবি যত,
দিব্য চোখে দেখি আমায় কটাক্ষ করে হাসছ।
এমন নয়তো আবার !
দুজনাই আছি খুব কাছাকাছি !

এক সুতো স্রোত ধরে রেখেছে আমাদের,
দুই মহাসাগরের দুই পিঠাপিঠি।
এক সুতোয় ঝুলে আছি দুজনা,
অথচ দুরত্ব যেনো যোজন যোজনা।

প্রায়ই ভাবি আর শুধুই হাসি,
দুজনাই পথ হারিয়েছি –
অথচ থেকে গেছি চির পাশাপাশি ।

লেখক: নির্বাহী সম্পাদক দেশ জনতা ডটকম