দুদক টিবি হাসপাতালের উপপরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে

আপডেট: জুন ১, ২০২১
0

ডেস্ক রিপোর্ট:

শ্যামলীর টিবি হাসপাতালের উপপরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত। জানা যায়, অতিরিক্ত মূল্যে যন্ত্রপাতি কেনাকাটার কারণে শ্যামলী টিবি হাসপাতালের উপপরিচালক আবু রায়হানসহ ৫জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

মঙ্গলবার তিনটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে।

এ মামলায় বর্তমান উপপরিচালক আবু রায়হান ছাড়াও সাবেক উপ পরিচালক ইমরান আলী ও তিন ঠিকাদারের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়। প্রায় সাড়ে তিন কোটি টাকার অতিরিক্ত দাম দেখিয়ে আত্মসাতের তথ্য প্রমাণ দেয়া হয়েছে।

দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের ২০১৬-১৭ সালে পাঁচটি ক্রয়ের মাধ্যমে এই তিনটি দুর্নীতির অপরাধ সংগঠিত হয়।

তিনি বলেন, এই অপরাধের অভিযোগে হাসপাতালের একজন প্রাক্তন ও একজন বর্তমান উপপরিচালক এবং ওই টেন্ডারের বিপরীতে তিনটি কোম্পানির মালিকসহ পাঁচজন অভিযুক্ত হয়েছেন।