‘দেশের স্বার্থে এই মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের আপত্তি নেই’

আপডেট: ডিসেম্বর ১১, ২০২১
0

‘র‌্যাব মানবাধিকার লঙ্ঘন নয়, রক্ষা করে’
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেছেন, মানুষের অধিকার রক্ষা করাই র‍্যাবের প্রধান দায়িত্ব। এদিক দিয়ে র‍্যাব বড় মানবাধিকার কর্মী।

র‍্যাব ও তার সাত কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ বিষয়ে আজ শনিবার (১১ ডিসেম্বর) জানতে চাইলে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ ব্রেকিংনিউজজিকে বলেন, ‘আমরা কখনও মানবাধিকার লঙ্ঘন করি না। সব সময় মানবাধিকার রক্ষা করি।’

কর্নেল আজাদ আরো বলেন, ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, খুন করে, ধর্ষণ করে, মাদক ব্যবসা চালায়, দেশ এবং জনগণের স্বার্থেই আমরা তাদের আইনের আওতায় আনি।’

তিনি বলেন, ‘অপরাধীকে আইনের আওতায় আনা যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, তাহলে দেশের স্বার্থে এই মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের আপত্তি নেই।’

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।