দেশে ফের করোনার ঢেউ : ২৪ ঘন্টায় শনাক্ত ৬৬৭৬, মৃত্যু ১০

আপডেট: জানুয়ারি ১৭, ২০২২
0

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একই সয়ে দেশে নতুন করে ৬ হাজার ৬৭৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা ১৮ আগস্টের পর সর্বোচ্চ।

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩২৭ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৫৪ জনের।

গত একদিনে দেশের ৮৫৫ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮০টি। শনাক্ত হার ২০ দশমিক ৮৮ শতাংশ, যা ১১ আগস্টের পর সর্বোচ্চ।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসটিতে প্রথম একজনের মৃত্যু হয়।