ধর্মপাশায় বাঁধ ভেঙ্গে ফসলহানীতে ক্ষতিগ্রস্থ শতাধিক কৃষক পেল প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট: এপ্রিল ১২, ২০২২
0

ফারুক আহমেদ,ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের ডোবাইল ফসলরক্ষা বাঁধটি ভেঙ্গে গিয়ে ফসলহানী হওয়ায় ওই ইউনিয়নের শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১২ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০কেজি চাল, ১কেজি সোয়াবিন তেল, ১কেজি চিনি, ১কেজি লবন, ১কেজি মুশুরী ডাল, ১০০গ্রাম মরিচের গুঁড়ো, ২০০গ্রাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধর্মপশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য এরশদুল ইসলাম বুলবুল, খাঁন বাহাদুর, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক, বদরুল হুদা চৌধুরী রাসেল সহ ইউপি সদস্যগন।

ফারুক আহমেদ
১২.০৪.২০২২