নতুন ভবনের উদ্বোধন কল্যাণ ফান্ডের অর্থ পেল সংগঠনের মৃত ৩ সদস্যের পরিবার

আপডেট: আগস্ট ১৪, ২০২১
0

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়িতে মৃত ৩ সদস্যের পরিবারের হাতে কল্যাণ ফান্ডের নগদ অর্থ তুলে দিয়েছে খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড। শনিবার সকাল ১১টায় সংগঠনটির নিজস্ব নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এই অর্থ তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি মধু সুদন দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। এতে প্রধান অতিথি বলেন, দীর্ঘ পথ পেরিয়ে খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড আজ নতুন স্থায়ী নিজস্ব কার্যালয় উদ্বোধন শেষে কার্যক্রম পরিচালনা শুরু করেছে। এ সময় প্রধান অতিথি সংগঠনটির সফলতা কামনা করে মৃত ৩ সদস্যর পরিবারের সদস্যদের হাতে নগদ সর্বমোট-৬ লক্ষ ৮৯ হাজার ৪শ ৮৫ টাকা তুলে দেন।

এ সময় বক্তব্যে সংগঠনের নেতারা কল্যাণ ফান্ড ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ৩ লক্ষা টাকার করার প্রস্তাব ও সমর্থন করেন। সে সাথে নানা প্রতিকুলতা পেরিয়ে সংগঠনের সকল সদস্যদের অবদানের কথা স্মরণ করে নিহতদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করেন। সে সাথে সংগঠন সব সময় শ্রমিকদের কল্যাণে উদার মনভাব ও আন্তরিকতার সাথে কাজ এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর বলে মন্তব্য করেন।

সভায় সংগঠনটির অর্থ সম্পাদক মোমিনুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের (শান্তি পরিবহণ) সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন,খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক মো: ইউনুছ মিয়া, সাবেক সভাপতি মনতোষ ধর,সাবেক সহ-সভাপতি আবুল হাসেম, প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদ আলমসহ সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

মৃত ৩ সদস্যদের মধ্যে মানিকছড়ির যোগ্যাছোলার বাসিন্দা মৃত শরাফত আলীর পরিবারের হাতে কল্যাণ ফান্ডের ২লক্ষ ৫০ হাজার টাকা,শেয়ার বাবদ ১ হাজার টাকা ও সঞ্চয় আমানত বাবদ ৬ হাজার ৯শ ২৫ টাকাসহ ২ লক্ষ ৫৭ হাজার ৯শ ২৫ টাকা। সংগঠনের সদস্য হাটহাজারীর বাসিন্দা নবীদুর রহমানের পরিবারকে কল্যাণ ফান্ডের ২লক্ষ ৫০ হাজার টাকা,শেয়ার বাবদ ১ হাজার টাকা ও সঞ্চয় আমানত বাবদ ৬ হাজার ২শ ৬০ টাকাসহ ( পূর্বের গ্রহণ করা ৪০ হাজার টাকা বাদ দিয়ে) ২লক্ষ ১৭ হাজার ২শ ৬০ টাকা। খাগড়াছড়ির আনন্দ নগরের বাসিন্দা উত্তম কর্মকার এর পরিবারকে ২লক্ষ ৫০ হাজার টাকা,শেয়ার বাবদ ১ হাজার টাকা ও সঞ্চয় আমানত বাবদ ৩ হাজার ৩শ টাকাসহ ( পূর্বের গ্রহণ করা ৪০ হাজার টাকা বাদ দিয়ে) ২লক্ষ ১৪ হাজার ৩শ টাকা তুলে দেন।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি