না’গঞ্জ শহরের জামতলায় শিশু বলাৎকারের অভিযোগ

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় ৬ বছরের এক শিশুকে বলাৎকার করেছে ইয়াসিন তোহা নামে এক যুবক। রবিবার রাতে এ ঘটনার পর শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার মা। ঘটনার সুষ্ঠু বিচারের আশায় রাতেই ফতুল্লা মডেল থানায় যায় শিশুটির বাবা। তবে জামতলার প্রভাবশালী আপেল বিষয়টি মীমাংসার কথা বলেছে।

ভুক্তভোগী শিশুটির মা হাসপাতালে জানান, আমার স্বামী আগে ভ্যান গাড়ি চালাতো। কিছু দিন যাব সে অসুস্থ হয়ে বাড়িতে রয়েছে। সংসার চালাতে তাকে বাসা বাড়িতে কাজ করতে হয়। তিন ছেলে-মেয়ের মধ্যে ভুক্তভোগী শিশুটি সবার ছোট। ওই শিশুটি প্রতিদিন জামতলা মালেক জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করতো। আসা যাওয়ার সময়ে শিশুটিকে বিভিন্ন সময়ে উত্যক্ত করতো ইয়াসিন তোহা।

মারধরও করতো মাঝে মধ্যে। রবিবার সন্ধ্যার দিকে ওই শিশুকে জোর করে নিজের বাসায় নিয়ে বলাৎকার করে। বাসায় ফিরে শিশুটি তার মাকে বলে। এরপর তাকে নিয়ে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়।

এসব কথা যখন শিশুটির মা বলছিলেন তখন ওর বাবা ফতুল্লা থানার গিয়েছে অভিযোগ করতে। কিছুক্ষন পর ওই শিশুর মা জানান, জামতলার আপেল নামের একজন বলেছে, থানায় যেতে হবে না। মহল্লায় শালিশ করে দিবে। স্থানীয়রা জানান, ইয়াসিন তোহার বাবা সাইফুল জামতলা শরাফত মিয়ার বাড়িতে ভাড়া থাকে। এ বিষয়ে ফতুল্লাম মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।