নাগেশ্বরীতে দোকানের কম্প্রেসার মেশিন বিস্ফোরনে ব্যাপক ক্ষতি

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২১
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দোকানের কম্প্রেসার মেশিন বিষ্ফোরনে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপতি বাজারে এ ঘটনা ঘটে।

মফিজুল ইসলাম ভোলা জানান, ওই বাজারে তিনি ৫ রুম বিশিষ্ট একটি টিনসেড বিল্ডিং ঘর তুলে কয়েকজন ব্যবসায়ীকে ভাড়া দিয়েছেন। সেখানে ওয়ার্কসপের দোকান করেন জনৈক খোকন মিয়া। সকালে তার দোকানেই হঠাৎ করে বিষ্ফোরিত হয় কম্প্রেসার মেশিন। এতে সম্পুর্ন বিল্ডিং ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্থ হয়। নষ্ট হয়ে যায় ওই দোকানের অনেক মালামাল। ভেঙ্গে চুরমার হয়ে যায় পাশের ই-সেন্টার ব্যবাসায়ী শামিমের দোকানের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার। বিনষ্ট হয় আরেক ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডারসহ ইলেক্ট্রিক মালামাল, মুদি দোকানীর ভোগ্যপন্য ও দর্জির কাপড়।

ই-সেন্টারের মালিক ইন্টারনেট ব্যবসায়ী শামিম হোসেন জানায়, অনেক কষ্টে টাকা জমিয়ে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার কিনে ব্যবসা শুরু করেছেন। এর আয়ে তার সংসার চলে। এখন তো সব চলে গেছে। কি হবে, কি করবেন ভেবে পাচ্ছেন না তিনি। একই অবস্থা অন্যান্যদেরও।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমন মিয়া জানান, তিনি বিষয়টি জানেন না। খোজ নিয়ে দেখবেন।