নাগেশ্বরীতে ফাল্গুনী ঝড়- শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২২
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুক্রবার (২৫ফেব্রুয়ারি ) বিকেলে আকস্মিক বয়ে যাওয়া ফাল্গুনী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় সাদা বরফখন্ডে ঢেকে গেছে উপজেলার নেওয়াশী-খড়িবাড়ি সড়ক।
বৃহস্পতিবার রাতে মেঘের গর্জন নিয়ে ঝিরঝিরে বৃষ্টি শুরু হলেও স্খায়ী হয়নি। তবে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। শুক্রবার সারাদিন ধরে চলে এ অবস্খা। ঠিক বিকেল ৫ টায় শুরু হয় দমকা বাতাস, সঙ্গে শিলাবৃষ্টি। এর ব্যাপ্তি ছিল ১০-১৫ মিনিট। উড়ে গেছে বিভিন্ন দোকানের সাইনবোর্ড, ঝোলানো ব্যানার- ফেস্টুন। উপড়ে গেছে অনেক গাছপালা। ঝরে গেছে ফলের রাজা আম ও লিচুর মুকুল।

এদিকে উপজেলার নেওয়াশীসহ বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি হয়। দ্রুত নিরাপদ আশ্রয় নেয় মানুষ। এসময় শিলের আঘাতে ঝরে গেছে গাছের সুপারি। শিলের পরিমান এতটাই বেশি ছিল কিছুক্ষনেই সাদা সাদা বরফখন্ডে ঢেকে যায় নেওয়াশী-খড়িবাড়ি সড়ক। ঝড়-শিলাবৃষ্টি থেমে গেলেও বরফ না গলা অবদি কেউই বের হতে পারেনি রাস্তায়।
###
আমিনুর রহমান বাবু
০১৭১৬২৫৬৫৩২