নারায়ণগঞ্জে দায়িত্ব পেয়েই ৫টি থানা ও ৫টি পৌরসভা কমিটি ঘোষণা, জানেনা যুগ্ম আহবায়ক সদস্যরা!

আপডেট: জানুয়ারি ২৩, ২০২২
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করেছেন জেলার ভারপ্রাপ্ত আহবায়ক নাসিরউদ্দিন ও সদস্য সচিব মামুন মাহমুদ। তবে অভিযোগ উঠেছে কমিটি ঘোষণা নিয়ে কারো সাথে কোন আলোচনা করেনি কমিটি।

জানা যায়, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে ১৮ জানুয়ারি দায়িত্ব পান নাসির উদ্দিন। দায়িত্ব পাবার পর দ্রুততম সময়ে দায়িত্ব হাতে থাকতে থাকতে সদস্য সচিবের সাথে একান্তে আলোচনা করে কমিটিগুলো অনুমোদন দেন দুইজন। কমিটি ঘোষণা নিয়ে জেলা বিএনপির অন্য যুগ্ম আহবায়ক কিংবা সদস্যদের সাথে কোন আলোচনা করেননি তারা।
বিএনপির নেতাদের অভিযোগ, কমিটিগুলোতে পদ বাণিজ্য, নিজের অনুগত নেতাদের পদায়ন করা হয়েছে। এতে মাঠের নেতাকর্মীদের তেমনভাবে মূল্যায়ন করা হয়নি। অ্যাভোকেট তৈমূর আলম খন্দকারের উনুপস্থিতির কারণে এবং ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি কারাগারে থাকায় কমিটিগুলো হাতের মুঠোর নিয়ে নিয়েছেন এই দুই দুজন।
নাম প্রকাশে অনিচ্ছুক এশাধিক নেতার অভিযোগ, কেন্দ্রীয় দুজন নেতা যারা নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের খুশি করে এসব কমিটি ঘোষণা করেছেন জেলার ভারপ্রাপ্ত আহবায়ক ও সদস্য সচিব।

শুক্রবার (২১ আনুয়ারি) কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন মামুন মাহমুদ। এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে কমিটি অনুমোদন দেয়া হয়। ১০টি ইউনিটের আহবায়ক কমিটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।

কমিটিতে রূপগঞ্জ থানায় অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে আহবায়ক, বাশির উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব, সোনারগাঁও থানায় আজহারুল ইসলাম মান্নানকে আহবায়ক, মোশারফ হোসেনকে সদস্য সচিব, আড়াইহাজারে ইউসুফ আলী মেম্বারকে আহবায়ক, জুয়েল আহমেদকে সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানায় আব্দুল হাই রাজুকে আহবায়ক, শাহ আলম হীরাকে সদস্য সচিব, ফতুল্লা জাহিদ হাসান রোজেলকে আহবায়ক, শহিদুল ইসলাম টিটুকে সদস্য সচিব, সোনারগাঁও পৌরসভায় শাহজাহান মেম্বারকে আহবায়ক, কমিশনার মোতালেব হোসেনকে সদস্য সচিব, কাঞ্চন পৌরসভায় মজুবর রহমান ভুঁইয়াকে আহবায়ক, সদস্য সচিব হামিদুল হক খান, তারাব পৌরসভায় নাসিরউদ্দিনকে (জেলার ভারপ্রাপ্ত আহবায়ক) আহবায়ক, সদস্য সচিব জাকির হোসেন রিপন, গোপালদী পৌরসভায় সামসুল হক মোল্লা, সদস্য সচিব মুশফিকুর রহমান মিলন, আড়াইহাজার পৌরসভার আহবায়ক মোঃ রূপচান মিয়া, সদস্য সচিব সালাহউদ্দিন আহজমেদ ডালিমকে দায়িত্ব দেয়া হয়েছে।