নারায়ণগঞ্জে যুবদলের ইফতার পার্টিতে দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আপডেট: এপ্রিল ২৩, ২০২২
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : ইফতার বিতরণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে মহানগর যুবদল আয়োজিত ইফতার পার্টিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নগরীর খানপুর বরফকল এলাকায় একটি ইকোপার্কে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান, সদস্য সচিব মনিরুল ইসলাম সজলসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা এ ইফতার পার্টিতে অংশ নেন।
যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা জানান, আলোচনা সভা চলাকালীন সময় ইফতারের দশ পনের মিনিট আগে ইফতার বিতরণকে কেন্দ্র করে যুবদল নেতা হিমেল গ্রুপের সমর্থকদের সাথে মনির গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দুই গ্রুপের ২০/৩০ জনের মধ্যে হয় তুমুল হাতাহাতি হয়। ফলে অনুষ্ঠানে তীব্র উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের এলোপাথাড়ি ঘুষি, লাথি ও মারামারিতে আহত হন অন্তত ১৫ জন নেতাকর্মী। পরবর্তীতে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মেয়র আইভীর মামলায় আ’লীগের সেক্রেটারি খোকন সাহার বিরুদ্ধে ওয়ারেন্ট
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে নিশ্চিত করে বলেন ট্রাইব্যুনালের বিচারক এ আদেশদেন।
অ্যাডভোকেট খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দীর্ঘ ২৬ বছর যাবৎ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিএনপি-জামায়াতের একাধিক মামলায় আসামী ছিলেন। এছাড়াও চাষাঢ়ায় আওয়ামী লীগের অফিসে বোমা হামলার মামলার বাদী ছিলেন।
শহরের জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি। বাংলাদেশের কোন আইনে দেবোত্তর সম্পত্তি ক্রয় বিক্রিয়ের নিয়ম না থাকলেও মেয়র সেলিনা হায়াৎ আইভীর পরিবারের সদস্যরা নিজেদের নামে পুকুরটি লিখিয়ে নিয়েছেন বলে জানান এড. মাহমুদা মালা।
তাঁর ভাষ্য, ‘সেই পুকুর দখল মুক্ত করতে সামাজিক-ব্যবসায়িক-আইনজীবীসহ ২২টি সংগঠনের সাথে আন্দোলন করতে গিয়ে মামলার আসামী হন এড. খোকন সাহা’।
এড. মাহমুদা মালা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী কেন্দ্রীয় নেতাদের কাছে বলেছিলো, মামলাটি প্রত্যাহার করে নিবে।
কিন্তু সে তা না করে আজকে আইনজীবী দাঁড় করিয়ে গ্রেপ্তারী পরোয়ানা জারি করালেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে ‘হিন্দুস লাইভস মেটারস’ ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যের অভিযোগ এনে ২০২১ সালের ৪ জানুয়ারি খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ২২-০৪-২০২২