নারীদের ছবি তোলার বিরোধীতা অধিকার বঞ্চিত করার ফন্দিফিকির মাত্র: জাসদ

আপডেট: মার্চ ২৫, ২০২২
0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ২৪ মার্চ ২০২২ এক বিবৃতিতে রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান কর্তৃক নারীদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমি রেজিস্ট্রেশন, ব্যাংক একাউন্ট, ওএমএস কার্ড, বয়স্ক নারীদের ভাতা কার্ড, বিধবা/স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা কার্ড ইত্যাদি ক্ষেত্রে নারীর ছবির বদলে ফিঙ্গার প্রিন্ট ব্যবহারের দাবিকে নারীদের অধিকার বঞ্চিত করার নোংরা ফন্দিফিকির বলে অভিহিত করেছেন।

তারা বলেন, তারা বলেন, ধর্মের নামে নারীকে অধিকার বঞ্চিত করার সকল অপ্রয়াসের বিরুদ্ধে দেশের দেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ রাজনৈতিক ও সামাজিক শক্তি, নারী সমাজকে সোচ্চার হবার আহবান জানান।

তারা ধর্মের নামে নারীদের অধিকার বঞ্চিত করা, নারীদের অন্ধকার ও পশ্চাৎপদতায় ডুবিয়ে দেয়ার অপতৎপরতায় যুক্ত তালেবানী তেঁতুলবাদী শক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।