নিজে ফিরলেন, মাশরাফীকে ফেরাতেও প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন তামিম

আপডেট: জুলাই ৭, ২০২৩
0

মাশরাফী বিন মর্ত্তুজাকে অনেক আগে থেকেই মেন্টর হিসেবে চেয়ে আসছিলেন তামিম ইকবাল। তবে এতদিন পর্যন্ত তা ছিল দুল্যমান। অবশেষে তার চাওয়া পূরণ হতে চলেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্বকাপে দলের মেন্টর হিসেবে যেখা যেতে পারে মাশরাফীকে।

অবসর ভেঙে নিজে ফেরার দিনে মাশরাফীকে মেন্টর হিসেবে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান তামিম। প্রধানমন্ত্রীও সেই চাওয়ায় সায় দেন, মাশরাফীকেও বলে দেন প্রস্তুত থাকতে। এক গণমাধ্যমকে নিজেই এমনটা জানান তামিম ইকবাল।

গত ২৪ ঘণ্টার নানান নাটকীয়তা শেষে স্বস্তি ফিরেছে বাংলাদেশ ক্রিকেটে। কেটে গেছে দুশ্চিন্তার কালো মেঘ। প্রধানমন্ত্রীর সাথে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম ইকবাল। অবসর ভেঙে ফেরেন তিনি। তার অভিমান ভাঙাতে বড় ভূমিকা রাখেন মাশরাফী।

সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীর কাছে সেই মাশরাফীকে চেয়ে বসেন তামিম। সেই গণমাধ্যমের সাথে আলোচনায় এই প্রসঙ্গে তামিম বলেন, প্রধানমন্ত্রীকে আমি বলেছি, ‘মাশরাফী ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই।’

জবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সায় দিয়েছেন তাও জানান তামিম। বলেন, ‘প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, ‘অবশ্যই, মাশরাফী যাবে।’ এরপর মাশরাফী ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন।’

বিষয়টা নিয়ে যদিও সুস্পষ্ট করে কিছু বলেননি মাশরাফী, তবে সম্মতি বুঝা গেল তার দেয়া উত্তর থেকে। তিনি বলেন, ‘দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নিদের্শ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তবে আমার মনে হয়, দল এখন ঠিক আছে। বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই।’