নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনা বিএনপির স্মারকলিপি প্রদান

আপডেট: মার্চ ২৩, ২০২২
0

খুলনা ব্যুরো:
তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিক্ষা’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাড. এস.এম শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন,
বদরুল আনাম খান, একরামুল হক হেলাল, ওয়াহেদুর রহমান দিপু, মোল্লা খায়রুল ইসলাম, আশরাফুল আলম নান্নু, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, বেগ তানভীরুল আযম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মোল্লা ফরিদ আহমেদ, মো. তারিকুল ইসলাম, এহতেশামুল হক শাওন, রফিকুল ইসলাম বাবু সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

স্মারক লিপি প্রদান শেষে বিএনপি নেতারা বলেন, নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি রোধে সরকার ব্যবস্থা নিলেও বাজারে তার কোন প্রভাব পড়েনি। যে যার মতো দাম বাড়িয়ে পন্য কেনাবেচা করছে। কোন কিছুই সরকারের নিয়ন্ত্রনে নেই। আজ দেশের অবস্থা খুবই ভয়াবহ। মানুষের হাতে টাকা নেই। দেনায় জর্জরিত গ্রাম শহরের মানুষ। বিএনপি নেতারা বলেন, দাম বৃদ্ধির এই নজীরবিহীন ও অস্বাভাবিক প্রতিযোগিতা চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ নেমে আসবে। এরপরে নেতৃবৃন্দ নগরীর হেলাতলা ও বড়বাজার এলাকায় দ্রব্যমুল্য উর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট
বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন শফিকুল আলম মনা, আমীর এজাজ খান, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, ওহিদুর রহমান দীপু, তানভীর হোসেন, ফরিদ মোল্লা, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, জাহাঙ্গীর আলম, মাসুদ খান বাদল, তাজিন বিশ্বাস,ডাঃ ফারুক হোসাইন, সাইফুর রহমান জাহিদ,জাহিদুল ইসলাম, কিমিয়া সাদাত, রাসেল, আলাউদ্দিন জমাদ্দার, নোমান মাহবুব প্রমূখ।