‌নীল জল এতো তপ্ত ‘

আপডেট: মে ১০, ২০২৩
0


ডা জাকারিয়া টৌধুরী

হঠাৎ-ই আঁধার নেমে আসা এমন সদ্য দুপুরে,
তোমার আমার প্রেম হতো নীলপদ্ম পুকুরে।
আমাদের উষ্ণতর প্রনয়ে শীতল পানিও তপ্ত হতো,
মেঘো জল আর পদ্মপুকুরের মিলনের মত।

আমাদের এমন প্রনয় দেখেনি কেউ,
দেখেছি শুধু আমি তুমি আর নীলপদ্মের ঢেউ।
তবু আমাদের প্রনয় ছিল নিশ্চুপ নিগুর শান্ত,
অমাবশ্যার আঁধারে যেন অচেনা এক চিলতে বাতাসের প্রান্ত।
অদ্ভুত আঁধারে চলেছি নিশ্চিন্তে – হাতে রেখে হাত,
ভেসেছি দু’জনা, দেখেছি বিরল জলের প্রপাত।

নিশ্চিত অনিশ্চয়তায় চলেছি জেনেও ভয় হয়নি তখনো,
কথোপকথনও আমাদের খুব বেশি হয়নি কখনো।
বিবাদ-বিস্বাদের কথাও আজ আর মনে নাই কোনো,
তবু কেন নীল জল এতো তপ্ত হয়ে উঠে ?
নিয়তি কেন অকারন ঘিরে ধরে ভুল কোন ঘাটে ?
কেন বা এমন করে হাঁটে ?

পথ কেন শেষ হয়ে আসে আসে অচিনপুরের মাঠে ?
অথচ কি অসম্ভব সব প্রেমময় দুপুরে,
আমরা দু’জনা ভেসে ভেসে গিয়েছি নীলপদ্ম পুকুরে।
এক প্রেম পার করেছি কুড়ি কুড়ি বছরে।

তারপর আর নাই মনে কিছু,
শুধু এইটুকু মনে আছে-
কিছুটা ‘অসময়’ বুঝি নিয়েছিল পিছু।