নোয়াখালীতে মন্দিরে হামলায় ক্ষতিগ্রস্থ ২৫ মন্দির ও ব্যাবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

আপডেট: জুলাই ২২, ২০২২
0

আজাদ ভূ্ঁইয়া, স্টাফ রিপোর্টার :

প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নোয়াখালীর বেগমগঞ্জে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ ১৩ টি মন্দির ও ১২ জন ব্যবসায়ীদের মাঝে ৪১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -৩, বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য
আলহাজ্ব মামুনুর রশিদ কিরন। এমপি এ আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্যাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক পরিষদের সাধারন সম্পাদক পাপ্পু সাহা, সাবেক ট্রাস্টি তপন মজুমদা। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাংবাদিক নাছির উদ্দিন বাদল, আজাদ ভূ্ঁইয়া, তাজুল ইসলাম মানিক, মিজানুর রহমান, আকবর হোসেন সোহাগ, আবু নাসের মনজু, আলীগ নেতা আলমগীর কবির আলো প্রমূখ।

ক্ষতিগ্রস্থরা বলেন. গত বছরের ১৫ অক্টোবর তাদের মন্দিরগুলোতে হামলা করে। ঘটনার পর পরই প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও চৌমুহনী পৌর মেয়র সহ সবাই যে ভাবে তাদের পাশে এসে দাঁড়িয়ে মনোবল-সাহস যুগিয়েছেন আবার ঘুরে দাঁড়ানোর জন্য, সে জন্য সবার কাছে তারা কৃতজ্ঞ।