নোয়াখালীতে জামিনে মুক্তি পেয়েছে যুবদলের সভাপতি, সম্পাদক সহ তিন নেতা

আপডেট: মার্চ ২৩, ২০২২
0

আজাদ ভূ্ঁইয়া, স্টাফ রিপোর্টার :

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফয়সাল ইনাম কমল নোয়াখালী জেলা থেকে জামিনে মুক্ত পেয়েছেন।

গতকাল দুপুরে নোয়াখালী জেলা জজ আদালত তাদের জামিন মঞ্জু করেন । পরে রাত সাড়ে ৮টায় নোয়াখালী কারাগার থেকে মুক্ত হন।

এর আগে প্রায় ৫মাস পূর্বে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনাযর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ওই সময় নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটে। ওই ঘটনায় জেলা যুবদলের সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনকে পুজা মন্ডপ ভাংচুর সহ বিভিন্ন মামলায় চট্রগাম থেকে গ্রেফতার করে পুলিশ এবং স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফয়সাল ইনাম কমলকে গ্রেপ্তার করে। প্রায় পাঁচ মাস পর জেল থেকে মুক্তি পান।

গত ১ ফেব্রুয়ারি নুরুল আমিন খানের নেতৃতে দ্রব্য মূল্যের দাম কমানোর দাবিতে একটি মিছিল বের করে নোয়াখালী জেলা যুবদল। পরদিন ২ ফেব্রুয়ারারি বুধবার নুরুল আমিন খানকে পুলিশের কাজে বাধা সহ বিভিন্ন অভিযোগে গভীর রাতে তার বাসা থেকে গ্রেফতার করে সুধারাম মডেল থানা পুলিশ ।