পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২২
0


স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের নিজ নিজ পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আজ।

বুধবার ১৪ সেপ্টেম্বর সকালে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এবং জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীগন।

এদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা এড. হাফিজুর রহমান জেলা প্রশাসকের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

এর পর সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা মনোনয়ন পত্র দাখিল করেন।
আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত হবে।

মনোনয়ন পত্র দাখিল শেষে এড.হাফিজুর রহমান দৈনিক বাংলাদেশ কন্ঠের প্রতিনিধিকে বলেন, আমি ছোট বেলা থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। আগামী জেলা পরিষদ নির্বাচনে আমি বিজয়ী হলে জেলা পরিষদের সেবাকে তৃনমূল পর্যায়ে সকলের মাঝে পৌঁছে দিব। জেলা পরিষদে চেয়ারম্যান মেম্বার, মেয়র সহ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়াম্যানদের যোগ্য সন্মান নিশ্চিত করবো বলে জানান তিনি।