পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

আপডেট: নভেম্বর ১৩, ২০২১
0

সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে ২৮ অক্টোবরে দেওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বিবৃতির প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চা।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চার উদ্যোগে আয়োজিত ধিক্কার মিছিল ও সমাবেশে এ দাবি করা হয়।

বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ হয়। ঢাকা ও চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের সমাবেশে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য মোর্চার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত ঘোষণা পাঠ করা হয়। ঢাকায় ঘোষণাপত্র পাঠ করেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ।

ঘোষণাপত্রে বলা হয়, ধিক্কার মিছিলের প্রাক্কালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু ঐক্য মোর্চা আয়োজিত এ সমাবেশে সাম্প্রতিক দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে পররাষ্টমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের গত ২৮ অক্টোবর প্রকাশিত ও প্রচারিত বিবৃতিকে ‘ধৃষ্টতাপূর্ণ ও সত্যের অপলাপ’ হিসেবে আখ্যায়িত করছে।

ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপত্বিত করেন সংগঠনের অন্যতম সভাপতি সাবেক এমপি ঊষাতন তালুকদার। বক্তব্য রাখেন অন্যতম সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও (খ্রিস্টান অ্যাসোসিয়েশন), অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, সাংবাদিক স্বপন সাহা, মিলন কান্তি দত্ত (পূজা উদযাপন পরিষদ), জয়ন্ত কুমার দেব, অ্যাডভোকেট তাপস পাল, নির্মল কুমার চ্যাটার্জী, অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ।

ধিক্কার মিছিলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় হিন্দু মহাজোট (পলাশ), জাতীয় হিন্দু মহাজোট (ড. সোনালী), আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শ্রীশ্রী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু লীগ, বাংলাদেশ ঋষি পঞ্চায়েত ফোরাম, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ অংশ নেয়।