পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

আপডেট: এপ্রিল ২৬, ২০২৩
0

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল ঃ

গাইবান্ধার পলাশবাড়ী সদরের ঐতিহ্যবাহী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয় চত্বরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যার আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, শিক্ষক মো. আব্দুল বারী সরকার, ফারুকুল ইসলাম, অভিভাবক মিজানুর রহমান খান সুজন, প্রাক্তন শিক্ষার্থী সাইনটিস্ট (এফবিএ, ইউএসএ) ড. সিএম সাব্বির আহম্মেদ, বিদায়ী শিক্ষার্থী মাহতাব ইসলাম মাহি, শাহরিয়ার কবির সৌমিক, সুমাইয়া খাতুন, শিক্ষার্থী শেখ জিসান, মুনকার নাহিন ও জাবির আস আদ খান প্রমুখ।

অনুষ্ঠানটির স ালনায় ছিলেন, বিদ্যালয় সহকারী শিক্ষক আ.ই.ম মিজানুর রহমান ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী ফাবিহা তাবাসসুম ফিহা। এসময় অভিভাবক, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে পরীক্ষার্থীদের ভবিষ্যত জীবনের সার্বিক সাফল্য কামনা করে এক বিশেষ দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের সাধারণ ও ভোকেশনাল শাখা থেকে ২’শ ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে বলে জানা যায়।