পল্লবীতে প্রকাশ্যে ২৪ ঘন্টার ব্যবধানে ২ খুন : আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবীতে মানববন্ধন

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২২
0

আজ (২৪ ফেব্রুয়ারী) দুপুর ৩টায় রাজধা্নীর পল্লবী থানা এলাকায় ২৪ ঘন্টার
ব্যবধানে দুই হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার ও বিচারের দাবী এবং একই
সাথে পল্লবী থানা এলাকায় ভেঙ্গে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের
দাবীতে এক মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ
মঞ্চ ঢাকা মহানগর (উত্তর)। মিরপুর ১১ বাস ষ্ট্যান্ড সংলগ্ন মিরপুর বাংলা
স্কুলের সামনে এই মনববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানবন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশে উপস্থিতি ছিল খুনের শিকার পরিবারের
সদস্যগণ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর (উত্তর) শাখার বিভিন্ন
পর্যায়ের নেতাকর্মী এবং একাত্বতা প্রকাশ করতে আসা পল্লবীর স্থানীয়
বাসিন্দারা।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর (উত্তর) এর সভাপতি মোঃ মিলন ঢালীর
সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আল আমিন ইসলাম রিপনের সঞ্চালনায়
মানবন্ধনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক নতুন বার্তা’র
সম্পাদক ইউসুফ আহমেদ তুহিন। এছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক মুক্তির লড়াই
পত্রিকার সম্পাদক আকতার হোসেন সাদ্দাম, হত্যাকান্ডের শিকার নিহত জাহিদের
পিতা, মাতা, স্ত্রী ও আত্নীয় পরিজন।
সাপ্তাহিক নতুন বার্তা’র সম্পাদক ইউসুফ আহমেদ তুহিন তার বক্তব্যে বলেন,
পল্লবী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি ঘটেছে। একের পর এক
হত্যাকান্ড, ছিনতাই, মাদক বাণিজ্যসহ বিভিন্ন অপরাধে পল্লবী থানা এলাকায়
এখন এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এমন কি বিশেষ শাখার পুলিশ পর্যন্ত
ছিনতাইয়ের শিকার হচ্ছে। এছাড়াও প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশ
এক্ষেত্রে কোন কার্য্যকর ভূমিকা রাখতে দেখা যায় না। বরং, এক্ষেত্রে
র‍্যাব ৪ অনেক বেশী আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে। এজন্য র‍্যাব ৪ কে
বিশেষ ভাবে ধন্যবাদ দিচ্ছি।
এই সময় নতুন বার্তা’র সম্পাদক দাবী করেন, এখানে নিহত জাহিদের ৩ বছরের
শিশু কণ্যা উপস্থিত রয়েছে। তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। কেননা,
রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জান ও মালের নিরাপত্তা প্রদান করা।
দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক আকতার হোসেন সাদ্দাম বলেন, আজ এখানে
এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের কান্নায়
পরিবেশ ভারী হয়ে উঠেছে। আমরা চাই না, আর কেউ এমনভাবে হত্যাকান্ডের শিকার
হোক। অবিলম্বে দু’টি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে হবে।
নিহত জাহিদের মা কান্না জড়িত কন্ঠে বলেন, আমি আর আমার ছেলেকে ফেরত পাব
না। কিন্তু, আমি এই হত্যাকান্ডের বিচার চাই।
নিহত জাহিদের বাবা বলেন, আমার ছেলে হত্যাকারী সকলকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
নিহত জাহিদের স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার কোলে জাহিদের রেখে
যাওয়া ৩ বছরের এই শিশু। কি করে আমি এই শিশুর লালন পালন করব? আমি হত্যার
বদলে হত্যা চাই। আমি জাহিদ হত্যায় জড়িত সকলের ফাঁসি চাই।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর (উত্তর) এর
সভাপতি মোঃ মিলন ঢালী বলেন, পল্লবী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি
ভেঙ্গে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোন মূল্যে উন্নয়ন করতে হবে।
আমরা আরে কোন লাস দেখতে চাই না।
মোঃ মিলন ঢালী মানবন্ধন কর্মসূচীর সমাপ্ত ঘোষনা করে। মানববন্ধন ও
প্রতিবাদ সমাবেশ শেষে খুনীদের ফাঁসীর দাবীতে বিক্ষোভ মিছিল পল্লবী থানা
এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচী সমাপ্ত ঘোষনা করা হয়।