পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান জেনারেল ফয়েজ গ্রেফতার!

আপডেট: জুন ১৫, ২০২৩
0

পাকিস্তান সেনাবাহিনীর সাবেক আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থার (আইএসআই) মহাপরিচালক লে. জেনারেল অব. ফয়েজ হামিদকে গ্রেফতার করার খবর সামাজিক মাধ্যমে ছেয়ে গেলেও খবরটি সত্য নয় বলে সূত্র জানিয়েছে।

কয়েকটি সামাজিক মাধ্যমে বুধবার খবর প্রকাশিত হয় যে জেনারেল ফয়েজকে তার হোমটাউন চকওয়ালের বাসভবনে গৃহবন্দী করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হওয়ার পর ৯ মের সেনাবাহিনীর ওপর হামলার সাথে তার সম্পৃক্ততা নিয়ে আলোচনা হচ্ছে।

তবে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আইএসআইয়ে দায়িত্ব পালনকালে জেনারেল (অব.) ফয়েজের ভূমিকার কারণে তিনি বার বার আলোচনায় থাকছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তার ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা হচ্ছে। বর্তমান সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করার পর তিনি অবসরগ্রহণ করেন। তবে অবসরগ্রহণের পরও তাকে নিয়ে আলোচনা চলছে।

অনেকে দাবি করছে, তিনি এখনো ইমরান খানকে পরামর্শ দিয়ে থাকেন।

সূত্র : জিও নিউজ