পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু

আপডেট: এপ্রিল ৯, ২০২২
0

ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হল। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার আসাদ কায়সার। অনাস্থা প্রস্তাব নিয়ে চলছে আলোচনা। বিরোধীদল পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফের নেতৃত্বে ১৭৬ জন সদস্য একটি বৈঠকে বসে।

জাতীর উদ্দেশে ভাষণ ইমরান খানের

অনাস্থা ভোটের আগে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন পাক প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়েও ইমরান খান বলেন, বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করল না শীর্ষ আদালত। একটি দীর্ঘ টেলিভিশন ভাষণে তিনি ফের বিরোধীদের বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুললেন। পাক প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বিশ্বের নানা দেশ ঘুরেছি, কিন্তু কোথাও এমন খোলামেলা দুর্নীতি দেখিনি।’’