পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ : নিহত ৩৫, আহত ২ শতাধিক

আপডেট: জুলাই ৩০, ২০২৩
0

পাকিস্তানে ক্ষমতাসীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে-ই-ইসলাম-ফজলুর (জেইউআই-এফ) এক কর্মী সম্মেলনে বোমা বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো দুই শতাধিক মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

তবে এটি আত্মঘাতী হামলা ছিল কিনা তা জানা যায়নি। আফগানিস্তান সীমান্ত-সংলগ্ন দেশটির খাইবার পাকতুনখাওয়ায়বাজউর খারে এ ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে দলটির স্থানীয় নেতা মাওলানা লায়েকও রয়েছেন। তার বক্তৃতার সময়ই বিস্ফোরণ ঘটে।

জেইউআই-এফের পাকতুনখাওয়া প্রদেশের মুখপাত্র আবদুল জলিল খান বলেন, মাওলানা লায়েক স্থানীয় সময় ৪টার দিকে বক্তৃতা করার সময় বিস্ফোরণ ঘটে। তিনি জানান, দলটির এমএনএ মাওলানা জামালউদ্দিন ও সিনেটর আবদুল রাশিদও কনভেশনে উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী ফিরোজ জামাল শাহ কাকাখেল দুই শতাধিক ব্যক্তি আহত হওয়ার তথ্য জিও নিউজকে নিশ্চিত করেছেন।

সূত্র : দি নিউজ, জিও নিউজ, আলজাজিরা ও অন্যান্য