“পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের বিকল্প নেই” স্মরণ সভায় এমএন লারমা নেতারা

আপডেট: নভেম্বর ১০, ২০২১
0

শ্রদ্ধা-ভালোবাসায় মধ্য দিয়ে খাগড়াছড়িতে এমএন লারমাকে স্মরণ

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা)র ৩৮তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা-ভালোবাসার সাথে স্মরণের ও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১০ নভেম্বর পালন করেছে (এমএন লারমা সমর্থিত) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএমএস)।

বুধবার সকালে (১০ নভেম্বর ২০২১) দিবসটি উপলক্ষে খাগড়াছড়ির সূর্য শিখা ক্লাবের সামনে থেকে সংগঠনের আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে প্রভাতফেরী করে জেলা শহরের লারমা এস্কয়ারে মানবেন্দ্র নারায়ণ লারমার ভাস্কর্য্যে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় নেতাকর্মী, ইউপিডিএফ গণতান্ত্রিক,যুব ফোরাম,পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি),মহিলা সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন এতে অংশ নেন।

পরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ১৯৮৩ সালে ঘাতকের বুলেটের আত্মত্যাগের কথা স্মরণ করেন। স্মরণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন, জেএসএস (এমএন লারমা)’র খাগড়াছড়ি সদর থানা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুশীল চাকমা।

১০’ই নভেম্বর উদযাপন কমিটির আহবায়ক আরাধ্যাপাল খীসার সভাপতিত্বে জেএসএস রাঙ্গামাটি জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সুমেধ চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিভুরঞ্জন চাকমা।

প্রধান অতিথিসহ বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির (শান্তি চুক্তি) বাস্তবায়নের বিকল্প নেই মন্তব্য করে পাহাড়ে স্থায়ী শান্তির জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। একই সাথে মানবেন্দ্র নারায়ণ লারমা বুলেটের আঘাতে পাহাড়ে রক্তের হলিখেলা খুনীদের প্রতিহিংসায় রক্তে রঞ্জিত হয়ে পাহাড়ে জুম্ম জাতির মুক্তির পথ সুগম করেছে বলে করে হত্যাকারীদের ধিক্কার জানান সংগঠনটির নেতাকর্মীরা।

এতে শরনার্থী কল্যান সমিতি সাধারন সম্পাদক সন্তুষিত চাকমা (বকুল), জেএসএস এমএন লারমার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রণব চাকমা, খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি প্রীতি খীসা,পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় কমিটি সভাপতি রাজ্যময় চাকমা, মহিলা সমিতি সাংগঠনিক সম্পাদিকা ববিতা চাকমা,খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি প্রত্যয় চাকমা, খাগড়াছড়ি জেলা কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক কিরন চাকমা বক্তব্য রাখেন।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি