পিতা ও ভাই হত্যার বিচারের দাবিতে ১৭ বছর ধরে রাজপথে স্বজনের আহাজারী

আপডেট: জুলাই ২, ২০২৩
0

পিতা ও ভাই হত্যার বিচারের দাবিতে রাজপথে এক স্বজনের আহাজারী । বিগত ১৭ বছর ধরে পবিত্র ঈদ-উল-আযহার এই দিনে তিনি একা দাঁড়িয়ে থাকেন রাজপথে ভাই আর পিতা হত্যার বিচার চেয়ে। প্রত্যেক বছরের মতো এবারও জাতীয় প্রেসক্লাবের সামনে ওই স্বজন মানববন্ধন করে আসছেন। তিনি গণমাধ্যমকে জানান তার পিতা বীর ‍মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন জামান লক্ষনকে নিজ বাড়িতে দুষ্কৃতিকারীরা নির্মম ও নিশংস্যভাবে জবাই করে ২০০৬ সালের ৭ ই অক্টোবর হত্যা করে ও ২০০৮ সালের ২৭ ডিসেম্বর রাতে আমার ভাই বিশিষ্ট রাজনীতিবীদ ও ঠিকাদার খন্দকার রবি উজ জামান সিপারকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা মালিপাড়া গ্রামে নিজ বাড়িতে নির্মম ও নিশংস্যভাবে দুষ্কৃতকারীরা হত্যা করে।

তারই প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে একক মাননববন্ধন ধারাবাহিকভাবে এই ঈদেও দাবি জানিয়ে আসছি। উল্লেখ্য যে, ২০০৬ সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছরেই ঈদের দিন একক মানববন্ধন করে আসছি।