প্রধান সড়কে রাত কাটায় গোয়ালের গরু, প্রতিকার নেই?

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২১
0

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন সড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এর পাল অবাঞ্চিত গরু।

সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই গরু গুলো রাস্তা দখল করে শুয়ে থাকে। প্রধান প্রধান সড়কের উপর গুরুগুলো দাড়িয়ে ও শুয়ে থাকার কারণে মানুষ দুর্ঘটার শিকার হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার রাতে গরুর সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে রুবেল নামে এক যুবক গুরুতর আহত হন। এ রকম প্রতি দিনই গরুর সঙ্গে যানবাহনের ধাক্কা লাগছে। কিন্তু প্রতিকার নেই। বেশ কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় অবাঞ্চিত গরু শহরে পাওয়া গেলে নিলামে বিক্র করা হবে।

কিন্তু সে আইনের কোন প্রয়োগ নেই। ব্যবসায়ী শফি উদ্দীন জানান, ঝিনাইদহ শহরের বিভিন্ন পাড়া ও প্রধান সড়কে গরু চরে বেড়ালেও নাগরিকরা কোন প্রতিকার পাচ্ছে না।

বিল্লাল হোসেন নামে এক চাকরীজীবী জানান, পায়রাচত্বরে সন্ধ্যার পর বেশির ভাগ সময় এ রকম অবাঞ্চিত গরুর পাল চোখে পড়ে। শহরের ফায়ার সার্ভিসের সামনেও গরুর পাল রাস্তা জুড়ে শুয়ে থাকে।