ফরিদপুরে করোনা ভ্যাকসিন এর জন্য স্কুল শিক্ষার্থী দের লম্বা লাইন

আপডেট: ডিসেম্বর ১২, ২০২১
0

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন ফাইজার। আর তা পাবার আশায় সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের ফরিদপুর সদর হাসপাতালে ভিড় করতে দেখা গেছে।ফরিদপুর জেনারেল হাসপালে সকাল ৯ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত করোনার প্রতিষেধক হিসেবে ফাইজার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
স্কুলে আগত ছাত্র ছাত্র ছাত্রীদের হাতে রেজিস্ট্রেশন কার্ড ও জন্ম নিবন্ধন এর ভিত্তিতে এসব টিকা প্রদান করা হচ্ছে।সকাল দশটায় ফরিদপুর জেনারেল হাসপালে গিয়ে দেখা যায় সেখানে ফাইজার এর ভ্যাকসিন পাবার আশায় ছাত্র ছাত্রীদের লম্বা লাইন।
তারপাশেই বয়স্কদের দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন ।স্কুলের শিক্ষার্থীরা জানান তাদের অনেকেরই পরীক্ষা শেষ তাই তারা এই সুযোগে এ ভ্যাকসিন নিয়ে নিচ্ছেন।
অন্যদিকে ভিতরে ডিউটিরত কর্মীরা জানান তারা প্রতিদিন গড়ে ৫-৬-শত ছাত্রছাত্রীকে এ ভ্যাকসিন প্রদান করছেন। সকাল ৯ টা থেকে এ ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয় এবং বেলা দেড়টা পর্যন্ত তা অব্যাহত থাকে।তবে সকাল আটটা থেকেই ভ্যাকসিন পাবার আশায় ছাত্র-ছাত্রীরা এ কেন্দ্রে ভীড় করেন ।