ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২, ২০২২
0

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভার সভাপতিত্বে করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব এ এস এম আলী আহসান। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ শাহজাহান,বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর মোঃ আব্দুস সামাদ প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান সরকারের আমলে প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারের বিভীন্ন ভাতা ও উন্নয়ন মূলক কাজের কথা উল্লেখ করে বলেন এতে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবণ মানের উন্নয়ন সাধিত হচ্ছে।
এ সময় জেলা প্রশাসক মহোদয় জেলার কোভিড- ১৯ ভ্যাক্সিন পাওয়ার উপযোগী শতভাগ মানুষকে ভ্যাক্সিন এর আওতায় নিয়ে আসার কথা বলেন এবং যাদের দুই ড্রোজ টীকা নেওয়ার সময় সীমা ০৬ মাস অতিক্রান্ত হয়েছে তাদের টীকার বুস্টার ড্রোজ দেওয়ার আহ্বান জানান।

তারেকুজ্জামান
ফরিদপুর
০১৭২২১১৯০৩৩