বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের তিন মাসব্যাপী প্রশিক্ষণের শুরু

আপডেট: মার্চ ৫, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শনিবার শুরু হয়েছে।

‘এপিকালচার ফর লাইভলিহুড অ্যান্ড বায়োডাইভার্সিটি’ বিষয়ক ওই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ জসীম উদ্দিন।

তেল জাতীয় ফসলের উৎপাদন বিষয়ক প্রকল্পের আর্থিক সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৩২ জন বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
###
ক্যাপশনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
০৫/০৩/২০২২ইং