বরিশাল র‌্যাব-৮’র অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: এপ্রিল ১৪, ২০২২
0

র‌্যাব-৮, বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে ১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ১৩ এপ্রিল বরিশাল জেলার বিমান বন্দর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বিমান বন্দর থানাধীন নথুল্লাবাদ বাসটার্মিনাল এর পিছনে ধামুরা যাওয়ার উদ্দেশ্যে মাদক জাতীয় দ্রব্য নিয়ে অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ১৩ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ১২.৪০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ সাকিব রাজা(২০), পিতাঃ হাফেজ মোঃ আল-আমিন, সাং- চাঁদপুড়া, ০১ নং ওয়ার্ড, থানাঃ দশমিনা, জেলাঃ পটুয়াখালী বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১.৯৮০ (এক কেজি নয়শত আশি) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার বিমান বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।